এতোদিন বেহায়া রোদ ভিড় ঠেলে আসতো, ঘুম ভাঙা দরবেশ দুপুর  
এখন কোনো ভিড়াভিড়ি নেই
এখন কোনো ঠেলাঠেলি নেই
এখন সে গড়িয়ে গড়িয়েও আসতে পারে, আলফাডাঙ্গার তরুণী নূপুর!

নূপুরের মতোই ছনমনে তার মন, ঝনঝনাঝন মাদল বাজে
গায় গতরে জোয়ারের জল, হীরা চুনি পান্না  
একযুগ পেরিয়ে গেলো তার সফল ঘরকন্না  
এখনও সকাল, বিকাল আর সন্ধ্যা বেলা, পরীর মতোই সাজে!

এতোদিন দেবতা তার সবকিছুতেই তুষ্ট থাকতো, ছায়া সুনীল রয়
এখন দেবতা কোনো কিছুতেই তুষ্ট নয়
এখন সোহাগী কথায়ও মেজাজ নষ্ট হয়
রুষ্ট দেবতা এখন কথায় কথায় হুল ফুঁটায়, যৌতুক আনবার কয়!!