ভুল ভাল জীবন যদিও চলে যাচ্ছে, চলে যায়---
কতো পাখি ঘরে ফেরেনি, যদিও সবাই ভুলে যায়;
তবুও দিগন্তরেখা কোনোভাবেই মুছে যায় না,  
একশিখা প্রদীপের মতো সে জ্বলতেই থাকে!
রূপালি দিনগুলো চিল শকুনের চোখের মতো
কেবলই পিছু ডাকে;
এখন জীবন কচ্ছবের মতো, কখনও কখনও
আরও ধীর গতির শম্বুকের মতো, মাঝে মাঝে
সে দুই হাতে সেতার নিয়ে ঝালিয়ে নিতে চায়
জীবনের রঙধনু; কিচ্ছু আসে যায় না তাতে!  


না হয় মাটির বাসনের জায়গাটা দখল করে
নিয়েছিলো চীনামাটির ছা, না হয় তাকেও হটিয়ে
তার স্থান কেড়ে নিয়েছে কাচবালি আর সিরামিক্স,
কী হয়েছে তাতে? চিরচেনা আটার রুটি আর
দু’মুঠো ফেনহীন ভাতের স্বাদ কি বদলে গেছে?
বদলে কি গেছে আত্মভোলা দোয়েলের শিস?  
যেখানে বাউলের হাতের একতারাটার কপালে
চিকচিক করছে বিন্দু বিন্দু ঘাম; সেখানে নিক্তিতে
ওজন করে কে দেবে আমায় মূল্যবোধের দাম!


মাঝে মাঝে অবাক হয়ে দেখি, এই যে একচক্ষু
পাতক সময়, সেও কি ভুলে গেছে তার দিনলিপি!!