(উৎসর্গঃ আমার ঐশী মা মণি; যিনি আমাকে শেষ লাইনটা বলে দিয়েছেন)  

একটা প্রাগৈতিহাসিক গল্প লিখতে চাই, সে অনেকদিন হয়;
তখনও সূর্যের জন্ম হয়নি, চাঁদেরও না!
কেবল মিটমিট করে কিছু তারা জানিয়ে দিচ্ছিল আলোর
উত্তরাধিকার, বিন্দুর মতো কিছু একটা মহাশূন্যের সারস
ককপিঠে বসেছিলো!  
কেউ জানে না একটা মাতৃপ্রেম কখন জেগে উঠেছিলো
একটু একটু করে অবোধ আলো এসে উঠোন ভরিয়েদিলো!  

অতঃপর অন্ধকার আর আলো এক সাথে কবিতা লেখা শুরু
করলো!

অতঃপর সূর্যের জন্ম হলো
অতঃপর চাঁদেরও জন্ম হলো

তখন গল্পটা বড় হলো----!!