আর ক'দিন পরেই ঘরমুখো ঈদ  
এখন গাঙ্গিনাপাড়ে রোজই উপচে পড়ছে
খুশির জোয়ার জলে ভেসে যাওয়া রঙধনুর সাত রঙ,  
আর সেই সাথে
দোকানে দোকানে থোকায় থোকায় সাজানো-গোছানো আছে
যতো সব আধুনিক কবিতা----
এই দুর্মূল্যের বাজারেও খরিদ্দারের কোনো অভাব নেই,
তেল আর জল একসাথে বেশ মিশে আছে!


এদিকে ছমিরন বিবির হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে
কেউ ভিখ দেয় না
কারো যে ভিখ দেওয়ার সময় নেই,
ছমিরন বিবির রাক্ষুসে পেট তা মানে না!


আরেকদিকে কাশবনে বঁইচি ফুটে আছে
যাকাতের কাপড় সমানে প্রেমপত্র লিখে রাখছে!!