একের পর এক এসএমএস পোড়া বাতাসের দুয়ারী হয়;  
এই দুয়ারে, সেই দুয়ারে উঁকি দেয়, কেউ দরোজা
খুলে দেখে না; কে মরলো আর কে জন্ম নিলো এসব
আর কাউকে ছুঁয়ে দেয় না! তবুও বলতে দ্বিধা নেই,
বাহ আমি খুব ভালো আছি –খুব ভালো আছি---!!  


এখনও কৃষ্ণপক্ষ দিনে দিনে বাড়িয়ে দিচ্ছে গৃহ ঋণ
সুবোধ বালক গাঁজন টেনে বাড়িয়ে নেয় আত্মবিশ্বাস;
কাবিলের আত্মা ঘুরে ফিরে আসে, সেও পঙ্কিল বাতাসে
বাড়িয়ে নেয় নিঃশ্বাস; ট্যাঁরা চোখ এসব দেখেও দেখে
না, লজ্জায় দু’হাতে মুখ ঢেকে রাখে হাবিল ভাই,  
তবুও বলতে দ্বিধা নেই, বাহ আমি খুব ভালো আছি!!


রাতকানা রাত সেই কবে থেকে উছিলা, বিন্দু বিন্দু
ঘামের ফোঁটা এক চুমকে গিলে খায় পুঁজিবাদ, অস্থি,মজ্জা
ঘোলা হয় সুরা আর সাকি, প্রভুত্বের খোল নলচে তবুও
সভ্যতার জয়গান গায়; অবশিষ্ট পড়ে থাকে বাস্তুহারা
মায়ের কান্না, তবুও রোজই ভোর হয়, তবুও আমাকে
বলতে হয়, বাহ আমি খুব ভালো আছি—ভালো আছি!!


যেখানে মাতৃগর্ভে ফুলকুঁড়ির কোনো নিরাপত্তা নাই,
সেখানেও আমাকে বলতে হয়, বাহ আমি খুব ভালো আছি--!!