কেউ জানতে চেয়ো না
এখন আর কোনো কিছুই ভালো লাগে না
একটা সর্বগ্রাসী বিষণ্ণতা মাঝে মাঝে
আমার চারপাশে সস্তা আলো ছড়ায়!
আমি সজ্ঞানেই আলো বলছি
কারণ
এখন ঘুটঘুটে অন্ধকার আমার খুব ভালো লাগে!


সেখানে আমি বেশ লুকিয়ে থাকতে পারি
সেখানে আমি বেশ নিজেকে চিনতে পারি!
ঠিক ততোটা চিনতে পারি
যতোটা আলোতে পারি না!
আবারও আমি সজ্ঞানেই বলছি
এখন ঘুটঘুটে অন্ধকার আমার খুব ভাল লাগে!


যেখানে অন্ধকার নিজেই কবিতা হয়ে যায়
যেখানে প্রেম বিলাসী নারীও পণ্যের মর্যাদা পায়
হ্যাঁ আমি মর্যাদাই বলছি ----
সেখানে এক চিলতে উঠোনের সবটুকু আলো
দু'অংকের নাটিকার সম মান পেলেও
আমার কাছে সেও অন্ধকার বই কিছু নয়!