আমি কিছু মনে করিনি রাংসার জল,
আমার কিছুই নেই
শত জনমের পুণ্যের ফুল ও ফসল!


আমার একগাদা প্রহর তবুও কেটে
যায়, শ্বাপদ সংকুল পারাবার; নিয়তি
রে বন্ধু ভেবে আমিও বেশ আছি
পিপাসার গান, সব আকাশের চাঁদ
আমার, সব কবিতার লাইন আমার!


একগাল হেসে তুমিও উড়িয়ে দিও
মাটির শরীর, কাঁকড়ে-কংকালে নিও
শীতলপাটি সুখ; যেদিন শুন্যতা খুঁজে
নেবে দারুচিনি দ্বীপ, সেদিন খুঁজে
নেবো আমিও তোমার চাঁদ মুখ---!!