আজ মাটিতে বসে আকাশ দিয়ে উড়ছিলাম
বেশ ভালো আছে গণ এবং তন্ত্রের নমুনা স্বাক্ষর,
যে দলিল-দস্তাবেজ পথ হারিয়ে খুঁজে নিয়েছিলো
স্বর্গের ঠিকাদার; ওরাও এখন ফিরে এসেছে
ব্যস্ত আছে গণস্বাক্ষর কর্মসূচি; একটি কবিতার
বই প্রকাশের দাবী ওদের, ভালোবাসা আর
ঘৃণার মাঝামাঝি সহাবস্থান; এখানে কি একজন
কবিও নেই শেলি, কিটস?


বুকের ভেতর গাদাগাদি চিন চিন ব্যথাটা এখন
সন্দেহ যুক্ত শকুনির ঠোঁট, পৃথিবীর সব সাগর
আমার বুকে ধরে কেবল একটি খাল ধরে না!
বুকের সামান্য নিচে সুখ প্রস্তাব ঝুলে আছে বিপদ
সীমার ১০৫ সে।মি উপরে পানি; কেউ খোঁজ
নেয়নি; তবুও অনেক ভালো না বলে পারি না!


পৃথিবীর সব অভিধান ঘেঁটে দেখেছি পদ্মা,মেঘনা,
যমুনা; বেশ আছি আমি শত শংকা এবং সুচনা;
কেবল নিরন্নের রাক্ষুসে ক্ষুধা স্রোতের তীব্রতা
বুঝে না-------------------------------!!