একটা ম্যাড়ম্যাড়ে দিন নির্বাণে গেলো
গেলো আশ্বিনের মহাশক্তিধর বৈকালিক ঘুম
তারপর
সন্ধ্যেটাও একপ্রকার জলেই গেলো
একঘটি জলের জন্য সমুদ্র কুড়াকুড়ি!


মহাবিশ্বের কোথাও জল নেই
সারবাঁধা শব্দের আকাল আছে
তবুও
যেমন-তেমন কবিতার প্রসব থেমে নেই
তবুও বিশ্বাস করতে চাই
সময়ের স্বপ্ন পূরণে কবিদের জুড়ি নেই!


এখনও মধ্যরাত হলেই মনে মনে
তোমাকে খুঁজি
অনুচ্চারিত শব্দে বলি
আরেকবার এসো জোছনা জলে ভিজি!!