প্রিয় পাহাড়গুলো আজকাল আর কথা বলে না
ধর্ষিতা রমণী, বারবার ফিরে আসে হারামজাদী
দিন; কেউ কথা রাখে না! কেবল জাবর কাটে!!


চিলেকোঠায় পণবন্দি করে রাখে রাত-দিন,
গাছেদের খোঁড়লে সন্ধ্যার আরতি দেয় কোনো
অর্বাচীন; তাপমাত্রা বাড়ে, কেউ কথা রাখে না;
এমনি করে কেটে যায় কোনো এক কবির দিন!!


কতো মানুষ হেঁটে যায়
কতো নদী বয়ে যায়
কতো চেনা উত্তরীয় অচেনা হয়
দিনকে রাত ভেবে কেউ কাউকে আপন করে না
প্রিয় পাহাড়গুলো আজকাল আর কথা বলে না
গোমরা মুখে কেবল বসে থাকে
বাকি সবাই সুদাসলের অংক কষে,কবি কেউ না!!