কিছুটা অন্ধকার তোমার নেয়ার কথাছিলো একদিন
তখন জলাঙ্গির ধারে কেউ ছিলো না, মাছরাঙাটি একা;
পাশেই বাসা বেঁধে ছিলো বাবুই
ওরা সেদিন ব্যস্ত-সমস্ত খাবারের খোঁজে--------!!


দুই একটি ডাহুকের পদচিহ্ন তখনও বেঁচে ছিলো
পৃথিবীর কৃপা, মাছরাঙাটি তখনও আমার মতো একা;
অন্ধকারের ভাগ নিতে বরাবর কেউ আসেনি
তুমিও না
পাতকুয়া জীবন তবুও বেঁচে আছে এখনও; বেঁচে আছে
অন্ধকার জলাঙ্গির পাড়-----!


নোটিশ না করেই বৃষ্টির অনুতাপ সহ্য হয়নি আমার
তার সাথে যোগ দিয়েছিলো তোমার অনুযোগ, অভিযোগ;
মাঝে মাঝে অন্ধকারের নেশা আমাকে পেয়ে বসে
তখন আমি কিছুতেই মনে করতে পারি না
চন্দ্রবিন্দু, আসমান ভেবে আকাশকেই বুকে জড়িয়ে নিতে
চাই; তবুও কোনোমতেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না
তুমি তো এখন নীল নক্ষত্রের এলিট ক্লাবে-----!!