ভালোবাসা কথা বলে
সে হলুদ হউক, বাদামী হউক অথবা যে কোনো রঙ;
যে হৃদয় কুড়ে সমুদ্র ডেকে আনে
আসমুদ্রহিমাচল তাঁর জন্য কিছু নয়, সেখানে
বসতির পর বসতি তিতো হয়
শতবার মরণেও এরা কেউ মরে না!!


একদিন সবখানে ভালোবাসা ছিলো  
দশ দিগন্ত জুড়ে লাল পেড়ে বেনারসি শাড়ি
অতঃপর না জয়যুক্ত হয়েছে
তবুও আমি ভালোবাসা বলতে এখনও  
কেবল ভালোবাসাই বুঝি--------!!


কবিতাকে নৈমিত্তিক ছুটির দরখাস্ত দিতে বলেছিলাম
সেও ভালোবাসার কথা বলে
সেও ছুটি নেয়া, না নেয়ার অধিকারের কথা বলে!!


শুধু আমি যাকে ভালোবাসি, সে কথা বলে না!!