মাঝে মাঝে কতো আলো আসে
সমস্ত অন্ধকার জগৎ জুড়ে
সূর্য গলে গলে, চাঁদ গলে গলে,
জানলার ছিদ্র গলে গলে;  
শব্দভুক পদ্য ব্যবসায়ীর মতো
আমি কেবল শব্দ শুনি  
সে আলো আমি চোখে দেখি না!


কেবল দরোজার খিল খোলে
দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকে হৃদয়
কুঁড়া যতোসব বেদনা;
আলো আসুক, না আসুক আলো
আমিও পেতে রেখেছি
মন খারাপের আধোয়া বিছানা!!