এবার এমন একটা ডানকানা বসন্ত গেলো
যে বসন্তে কোনো ফুল ফুটেনি
যে বসন্তে কোনো পাখি কুহু কুহু ডাকেনি
যে বসন্তে কোনো গাছে নতুন কুঁড়ি মুখ তুলেনি!


আমি দিগন্ত জোড়া আঁচল পেতে বসেছিলাম
কতো কতো সদ্য ফোটা ফুল নেবো
এতো এতো আনকোরা ফল নেবো
বুক ভরে ডানপিঠে আঘ্রাণের ঘ্রাণ নেবো
বিছুটি লতা আর শিমুল, পলাশের মাধুরী নেবো!


আমি সমস্ত দিন একটা রাতের কথা ভেবেছি
আমি সমস্ত রাত একটা দিনের কথা ভেবেছি
যেদিন চলে গেছে, সেদিন আর ফিরে আসেনি
যে রাত চলে গেছে, সে রাত আর ফিরে আসেনি!


যদিও আমার অপেক্ষার পালে হাওয়া লাগেনি
তবুও আমি বসে আছি ঋতুবতী গাছ
একদিন নিশ্চয় সেই গাছে ফুল হবে
একদিন নিশ্চয় সেই গাছে ফল হবে
একদিন নিশ্চয় সেই গাছে কুহু পাখি গাইবে!