ছেঁড়া জুতোটা আর সেলাই করতে পারিনি
সে না হয় তেমনি থাকুক
ছেঁড়া জামাটাও আর সেলাই করতে পারিনি
সেও না হয় তেমনি থাকুক
পায়ের পাতায় যে ফাটাটা জন্ম নিয়েছিলো
সেও না হয় তেমনি থাকুক
যে কথাটা তোমাকেও বলতে চেয়েও বলতে পারিনি
সেও না হয় তেমনি থাকুক
তেমনি থাকুক ---তেমনি থাকুক
আমি চেয়ে দেখি, কেবল চেয়ে চেয়ে দেখি!!


কসম তোমার, আমি মুখ বুজে সব সহ্য করবো
আমার সহ্য হয় হউক
আমার সহ্য না হয়, না হউক
আমি সহ্য করবো;
কেবল ছেঁড়া শব্দটি থেকে চন্দ্রবিন্দু তুলে নাও
না হয় তোমার-আমার ছেঁড়া ব্রীজটি জোড়া দাও  
না হয় পায়ের আওয়াজ পাওয়ার আগেই
পৃথিবীর সমস্ত ছেঁড়া সম্পর্ক জোড়া লাগাও--- !!


না হয় এই বসন্তে সব ধরনের ফুল ফোটা বন্ধ হউক
না হয় আমার ছেঁড়া জুতা জোড়া, ছেঁড়াই থাকুক!!