মাঝে মাঝে আমার ছায়া কথা বলে উঠে
অন্ধকার রাতের মতো
যখন পাপাত্মারা ঘুরে বেড়ায় খদ্দেরের খোঁজে
সমস্ত নগর জুড়ে নিয়নের আলো জ্বলে
অন্ধকার দিনের মতো, আমার ছায়া থমকে
দাঁড়ায়-- আলো খোঁজে, অন্ধকারের আলো!


যে সত্যিকার ভালোবাসতে জানে দীপ
দ্বীপ থেকে দ্বীপান্তর মানে না
সেতো নিজেই একটা ফুটন্ত জীবন প্রদীপ!


তার জন্যে উপত্যকা ছেড়ে দিতে পারি শর্তহীন
ঝুলিয়ে দিতে পারি ব্যানার, ফেস্টুন---
এখানে বিনামূল্যে ভালোবাসা পাওয়া যায়!