একটু পর পর থমকে দাঁড়াই মন্ত্রণা-- ----  
কে জানি জরুরি সন্দেশের আমন্ত্রণ জানায়
ফেরি হয় প্রেম, ভালোবাসা, জলহীন নদীর ধারা,
ফেরি হয় মৃত শহরের উঠোন, অচিন কারবালা;
কেঁদে উঠে বর্ণমালা, গাঙ পরান!!


হেঁসেলে যাওয়ার সময় পায়নি চিল, ধোঁয়া
উড়ে পানি ফুটে নলিনের বিল; ঘাপটি মেরে
বসে থাকা! আমি থমকে দাঁড়াই মন্ত্রণা,
সমস্ত বর্ণের চিত্র করপুটে বেদনা আঁকা;
ভুল ব্যাকরণে জলছবি আঁকি, ভুল অংকে
নামতা শিখি, কেবল আঁকিবুঁকি করি অকারণ;
ক্ষয় হয় মিছে আমার সান্ত্বনার জীবন!!


ইচ্ছে হয় পুরনো ট্র্যাকেই ফিরে যাই শব্দের
উঠোন, চিত্ত এবং বিত্ত কোনোটাই নাই মন্ত্রণা;
তবুও পাঠক আড়মোড়া ভেঙে জেগে উঠুক,
জমে উঠুক বইমেলা; আমিও ঠিক করেছি
এবার হবোই হবো দেউলিয়া----------!!