দুই তিন হয় কোনো কাজ নেই
বোধ করি তীর্থে আছে সমস্ত শরীর মহোদয়
তবুও কিছুতেই শান্তি নেই
এখানে-ওখানে ব্যথা খানাখন্দে ভরা রাস্তার মতো!


ঔষধ গিলতে বরাবরই আমার ঘোরতর আপত্তি
তবুও এবার দু'চারটে না গিলে পারিনি
অনুরোধে নয়, ঠেলায় পড়েই গিলেছি, গিলতে হয়েছে!


আজ আমার ভোর হয়েছে ভোরের অনেক আগে
জেগেই দেখি আমার শরীরের মতো শিমুল, কৃষ্ণচূড়া
স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো ওরা ততোটা উল্লসিত নয়
ভাষা শহীদদের কেউ মনে রাখে না
সবাই ফুল ছিটিয়ে দায়িত্ব-কর্তব্য এড়িয়ে যায়!!