আমার ঝকঝকে শহরে তোমাকে খুব মিস করি
সাদা মনের মানুষ, মাঝে মাঝে মনে হয়- এতো কোনো
শহর নয়, সবটাই অচিন আর গোটাটাই একটা ডাস্টবিন!


এই শহরে কেউ কারো নয়, সবাই ধান্ধা করে; ফন্দি-
ফিকির নিয়ে বিজি থাকে! কখন সূর্য উঠে আবার কখন
অস্ত যায়- কেউ এসবের ধার ধারে না; সবাই ছুটে চলেছে
অধরা সুখ পাখির খোঁজে- ডাক্তার, শিক্ষক, কবি-কবিরাজ,
সবাই --- সবাই--- কেউ বাদ যায় না; যে যেভাবে পারে
সে সেভাবেই জীবনের কোনো একটা গতি করতে চায়!


আমি খুব কাছে থেকে আমার শহর দেখি, শহরের বিচিত্র
মানুষ দেখি, বাজার-ঘাট, হাসপাতাল, মসজিদ, মন্দির,
অফিস-আদালত, শিক্ষা নামক প্রতিষ্ঠান দেখি-- কোথাও
তোমাকে পাই না-- সবখানেই তোমাকে খুব মিস করি!


কোথাও তুমি নেই
অথচ সবাই জীবনের নেশায় কেমন বুঁদ হয়ে আছে
একেক জনের ঘাড়ে অঢেল মাথা আছে
একেকটি মাথায় কোটি কোটি চক্ষু আছে
সেই চোখ সব দেখে কানাকড়ি নগদ,ফাঁকি অথবা বাকি!!
কেবল তোমাকে দেখে না-----------------------!!