আমার কেবল দুনিয়াদারি - কেবল-ই দুনিয়াদারি
অসুস্থ বাবার পাশে হাসপাতালের বিছানায় শুয়ে থাকি
তবুও আমার দুনিয়াদারির কোনো বিরাম নাই
পেটের পীড়ায় বাবার যেমন আরাম নাই তেমন!


আমার অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে অফিসে
কে কে ষড়যন্ত্র করতে পারেন---, বড়কর্তার কান ভারী
করতে পারেন; ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে পৌঁছাতে
পারলো কি পারলো না, স্কুল থেকে ফিরলো কি ফিরলো
না; মাছ, মাংস, সবজি, নুন,তেল আছে কি/নাই?
ইত্যাদির পর ইত্যাদি আমার কেবল সকল দুনিয়াদারি!!


অথচ আমি পুতুল মানুষ
আমার কোনো আজ নেই
আমার কোনো কাল নেই
তবুও আমার দুনিয়াদারির কোনো দাঁড়ি-কমা নেই!!