অনেকদিন পর আজ কবিতার মতো বলতে পারছি
কিছুটা ভালো আছি----- বেশ কিছুটা!
যে জ্বরটা গায়ে গায়ে জড়িয়ে থাকতো প্যাঁচানো লতা
সে কোথাও বেড়াতে গেছে খেয়ালি মন
যেখানে খুশি সে চুলোয় যাক--- আমার শহরের নিত্য
যানজট অথবা যেখানে-সেখানে ফেলা রাবিশ!


মুখের হাওয়াও একটু একটু বদলাতে শুরু করেছে
তিতো তিতো ভাবটা আর নেই
আজ সামনে খাবার দেখলেই জিবের ঘড়িতে টিকটিক
শব্দ হয়, ঘুম ভেঙে জেগে উঠেছে রাক্ষুসে সমুদ্র তট;
আড়ি পেতে বসেছিলো যে পাচকরস--- সেও দেখি
মান ভেঙে ব্যস্ত-সমস্ত ভালোবাসার খুঁজে ----!


আর এতোদিনের ভালোবাসা-বাসির পর খুক খুক কাশিও
হয়েছে বুঝি বাসি, মেঘ কেটে যাচ্ছে দেখে আমিও
বেজায় খুশি--- এমনি করে আমার শরীরের মতো সুস্থতা
পাক আমার নাগরিক মন,
শারীরিক প্রেমের মতো জেগে উঠুক স্বদেশ প্রেম
স্বদেশ প্রেমের হাত ধরেই গেয়ে উঠুক বিশ্ব প্রেম!!