ডাক্তারে গিয়েছিলাম প্রদীপ কুমার কর
আমার মতোন আলাভোলা মানুষ, আছেন কি নেই বুঝা যায় না;
কাদা মাটির মতো নরম স্বরে কথা বলেন
লজ্জাবতীর মতো-ই তাঁর সুখদ লজ্জা
এ যুগেও পরামর্শ ফি নেন মাত্র দুই শত বিশ টাকা!


সিরিয়াল-টিরিয়াল নিয়ে ধুন্ধমার কাজ কারবার নেই
আমি জানি এদেশে রোগীর যেমন কোনো অভাব নেই
তেমনি ডাক্তারেরও কোনো অভাব নেই; তবুও আমার
মতো অনেকেই বসে বসে সময়ের ফেনা তুলেন!


আমার পরিচয় আগেই ডাক্তারে জানানো হয়েছিলো
তবুও আমার ডাক আসে সবার পড়ে---- এই পলাতক
সময়টা আমার খুব একটা ভালো লাগেনি; তবুও ছাত্র
জীবনের মতো কখনও পরীক্ষায় ফেল মারতে শিখিনি!


ডাক্তার সাহেব প্রথম কথাটাই বললেন, ক্ষমা করবেন
আপনি কবি মানুষ তাই আপনাকে সবার পরে ডেকেছি;
আমি রোগীর চিকিৎসা করি আর আপনি সমাজের ---
ভাবলাম আপনার সাথে কিছুক্ষণ জমিয়ে কথা বলা যাবে!
আমিও মাঝে মাঝে ছড়া লিখি --------------।।


উনার কথা শুনে আমি প্রদীপের আলোর মতোন আলোকিত
হলাম, কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আমি একজন
রোগী!!