একদিন বাড়ির পাশে ঢেঁকুর তুলেছিলাম কারক
তখন আশে-পাশে মৌমাছির অভাব হতো না
এখন কারণও কারণ, অকারণও একটা কারণ
সামনে দিয়ে হেঁটে গেলেও শব্দেরা নদী হয় না!


বাউকুড়ানি ভেবে আমিও এখন একলা আঁধার
সময়ের চোখে সময় দেখি; পত্ররেখা দিয়ে যেটুকু
আলো আসে সেটুকু নিয়ে ভালো থাকার চেষ্টা করি
হয়ত হিমালয়ের মত এত পারি না শব্দের উঠোন
তবুও নাটক, সিনেমা মঞ্চস্থ হয় কতো-শতো
আমি যেনো দেখেও কোনো কিছুই দেখি না!!