অনুনয় করে কতো বলেছিলাম হৃদয়ের অর্গল খুলে দাও
আমার কথা কে আর শোনে দুই প্রান্ত খোলা প্রান্তিক মানুষ?
অত:পর কতোবার বদলে গেছে গাণিতিক গড়, নমুনা ভ্রান্তি
আর অনুকল্প ---- কেস-স্টাডির কথা বলে বলে গড়ে উঠেছে
সমাজতত্ত্ব!


ভাগ্যের ব্যারোমিটার কতোটা উর্বর হয়েছে সে আমার চেয়ে
তুমি হয়ত অনেক ভালো জানো...??
একটু একটু করে পুলক অনুভব করতে করতে সবাই চরম
পুলকের দিকে এগিয়ে যেতে চায়....তবে. কয়জন পারে?


অক্ষাংশ পরিবর্তনের সাথে সাথে পার্শ্বচিত্রও পরিবর্তিত হয় যেমন
তেমনি বুঝি পরিবর্তন হয় করোগেট শিটে মোড়া মানুষের মন....?
তাহলে
কোনো উপাত্ত সংগ্রহ ছাড়াই বলতে পারি, আমি আর
মানুষ নেই!
আমার ভেতরে বসতি গড়েছে গরু, ছাগল হাফ ডজন!!