আজকাল ছায়ার চেয়ে ছায়ার ছায়া বড়ো হয়
কাল, অকাল, আকাল এবং মহাকাল কিছুই বুঝা যায় না
রাত্রির মতো কিছু একটা...দীঘল!


পোড়া পোড়া গন্ধে আঁখিজলে সাগর ঘুমায়
দায়-দেনা সব জন্মের আগেই পরিশোধ করা হয়েছে
তবুও....  তবুও ছায়া বারবার মায়া বাড়াতে চায়!


ধুতরার কাটার মতো, চুতরার আদুরে পাতার মতো
যেখানে সেখানে ভালোবাসা কিনতে পাওয়া যায় নগদ
অথবা চুক্তিনামা...
তবুও চাঁদের আশা কে ছাড়তে চায়....?


যুদ্ধ থেকে যে পালিয়ে বাঁচতে চায়, সে কেমন যোদ্ধা?
কবিতার ক বুঝি না, তবুও নিজেই নিজের নাম রেখেছি বোদ্ধা!