দিনশেষে প্রতিদিনই বাড়তে থাকে এ জন্মের দেনা
লোকে বলে, এসব অন্যকিছু নয়, শূন্যতা দিয়ে কেনা!
অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে হাসে অশরীরী কেউ....
তবুও আমি ভালোবাসি এ জগতের সকল আবর্জনা!


বোধিবৃক্ষের ছায়াতলে কেবল একটু জিরোই
ঈশ্বর আছে.... কি নেই; তার হিসাব কেউ করে না!
তবুও একদিন আমারও সকল তামাশা ফুরোয়!


বাবা বলেছেন, পাপ.......বাপকেও ছাড়ে না
বাবার বাবাও তাকে এই একই কথা বলে গেছেন
তবুও আমি পাপের বস্তা দুই কাঁধে নিয়ে হাসি
তবুও আমি রাশিরাশি পাপ করতে বড়ো ভালোবাসি!


গরু- ছাগলের মতো আমারও কোনো নেই পাপ-পুণ্য
আমিও এক এর পিঠ বরাবর দিয়ে যাচ্ছি অগুনতি শূন্য !