যদি সময়ের রাশ টেনে নেওয়াকে জীবন বলে
তবে রাশিফল মেনে নিয়ে রাশভারী শব্দটিকে
অভিধান থেকে মুছে দাও, পৃথিবীর সমস্ত আগুন
ছাইভস্ম হউক... কেবল উদরপুর্তি করে যাই!!


যতো নদী মরে গেছে আরও মরে যাক
সাগরও একই পথ বেছে নিতে চায় নিক
যে জলের কান্না আগুনে নিবে না, সে জলেই নিভবে
নিশ্চিত......!!


পিপীলিকা ভেবে যাকে একদিন মাড়িয়ে গেলো
মৃত মানুষ এর পা, সেই ঝণ সুদ সমেত ফেরত আসবে না
তাও কি অনিশ্চিত?


মাঝিহীন নৌকাও এক জায়গায় স্থির থাকে না
সেও কোনো না কোনো ঘাট পায়
অসময়ে রাজারও নুন আনতে পানতা ফুরায়!