ইফতার কোনোরকম শেষ হতে না হতেই মানুষ ছুটে ধুম
বিকল্প জীবনের সন্ধানে রাস্তা-ঘাটে সমানে গন্ধের বুম;  
ক্লান্তিরা চায়ের কাপে আজন্মের অমৃত খুঁজে খুঁজে ফিরে
কারো কারো নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিকে ধোঁয়া উড়ে;
চায়ের স্টল, পানের দোকানের ত্রস্ততা বেড়ে যায় আগুন
তখন দাম বাড়লে চাহিদাও বুঝি বেড়ে যায় কয়েক গুণ!


বাজেট নিয়ে এখন আর কারো আগের মতো ভাবনা নেই
যে যেভাবে তাম্বুরাই সুর তুলে, সেও সেভাবেই বাজে সেই!!


বিদ্যুতের দাম, গ্যাসের দাম ওসব যতো খুশি বাড়ে বাড়ুক
শিল্পের নামে অকবিতাও যতো খুশি লাবণ্য ছাড়ে ছাড়ুক;  
এখন বাজেট ছাড়াই সবার জীবন চলে ডোরা-বোড়া সাপ
ধাক্কা সামলে এখন জীবনের মায়া বুঝে গেছে সখিনার বাপ;
উঠতি যৌবনের মতো সবার হাতে হাতে ঘুরে কাঁচা টাকা
কেবল  
ক্লান্তির বিছানায় নুয়ে পড়া জীবনে বোধের জমিনটা ফাঁকা!