আর যদি কোনোদিন না ফেরে আলোক
অন্ধকার আগুনে যদি তলিয়ে যায় ভ্যুলোক, দ্যুলোক
তবুও আমি আর কাঁদবো না!
যে নদী কাঁদে, যে নারী  কাঁদতে চায়
সে কাঁদুক, তার কান্নায় সাগর ভারী হয় হউক
তবুও আমি আর কাঁদবো না!


জানি এমনি করে ছোট হয়ে আসবে আমার আকাশ
একদিন, জোয়ার জলের মতোন বাড়বে তোমার
অপরিশোধিত ঝণ..বাড়ুক..... বাড়তে থাকুক
তবুও আমি আর কাঁদবো না!


অচলের কাছ থেকে অটল থাকার মন্ত্র ধার নেবো
বোবার কাছ থেকে কথা না বলে থাকা দীক্ষা নেবো
লাশের কাছ থেকে নিথর পড়ে থাকার শিক্ষা নেবো
জলাশয়ের কাছ থেকে বন্দি থাকাও শিখে নেবো
তবুও আমি আর কাঁদবো না!


অতঃপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবো
অতঃপর মরুভুমিতে ঘাপটি মেরে থাকা সাইমুম হবো
তবুও আমি আর কাঁদবো না
তবুও আমি আর কাঁদবো না... আর কাঁদবো না!!
----------------------------