সমাক্ষরেখার দিকে তাক করেছি চোখ
দুই হাতের দশ আঙুলে ঢেকে রেখেছি
                                        মুখ
বুকের কপাটে ঝুলিয়ে দিয়েছি ক্ষেপাটে
                                      তালা
খুলবি যদি, চলে আয়....
                   দেখি তুই কোন শালা?


তন্ত্র-মন্ত্র জানিস, তুকতাক তাও
  খুব বেশি বুঝে গেছিস বাতাসের বাও
যেমন খুশি ঘুরিয়ে নিতে পারিস
                          জাহাজের মাস্তুল
চেয়ে দেখ, মাথার উপর ঝুলছে ঐ
                          নিয়তির ত্রিশূল!