সে সময়-সান্ধ্য ডিপ্রেশনের;


মদের গ্লাস ও সাকুল্যে তিন চারটে দুঃখের সাথে
ছায়লুপ্ত-একাকী,
স্বপ্নের সারাংশটুকু টুকে নিয়ে
ডুবে আছি-অন্ধদের কালোরঙ ভাবনার গভীরে!


সে সময়-সংলাপের, প্রতিবিম্বের মুখোমুখি;


স্মৃতিসংগ্রাহক কোকিলের লুপ্তস্বর গানের রঙে
অবিরত চোরাস্রোতে ভেঙে পড়ছে
                                একাদের উচ্চারণমালা...


এই ডিপ্রেশনের শহরেই আগামি কয়েক বছর
সাকুল্যে তিন চারটে দুঃখ নিয়ে বেঁচে থাকবো আমরা।