গোলাপ ফুলের চারাটিতে
দু-দিন ধরে জল পড়েনি,
কাঠফাটা এই তপ্ত দুপুর-
পত্রগুলো ঝিমায় রোদে।


কেউ কী আছ একটু জলে
প্রাণবন্ত করবে তাকে?
সজীবতায় ফুটবে আবার-


আজকে আমি সকাল-বিকেল
জল ঢেলেছি- তাই চারাটি
মেলল দৃষ্টি ঊর্ধ্বমুখী।


কালকে আমি হারাই যদি
গাছটিকে কেউ যত্ন নিও
ফুল ফুটাবার শক্তি দিও।