আজও সেখানে আছে লাল দিঘি সিঁড়ি
কিছু জায়গায় ঝরে গেছে জীর্ণ পলেস্তারা ।


নীলরঙা জল
জোছনায় খেলে না তরঙ্গে।
মাছরাঙা পাখি
তৃষ্ণায় ডোবায় না ঠোঁট;
দিঘি আজ পিপাসিত প্রাণ।

শুনলাম- প্রমোটার
ক্রয় করেছে সে তৃষ্ণার্ত প্রাণ,
বড় বড় প্ল্যান।
মাটির ভরাটে মিলিয়ে যাবে
আমাদের নিদর্শন।
তবু অপেক্ষায় বসে থাকা
হাতের মুঠোয় রাখা হাতের পরশ
অভিমানে ফিরে যাওয়া
মাঝে মাঝে উড়ে আসা সারি সারি বক
কদমফুলের গাছগুলো
কিছু দূরে ক্রীড়ারত শিশুদের হইচই
রুনুঝুনু পায়ের নূপুর
সময়ের সাক্ষী হয়ে দোলায়


ফিরে যাই-
স্মৃতির ঠোঁটে অমলিন লাল দিঘি সিঁড়ি।