==========================

আমি ফিরে পেতে চাই আমার পৃথিবী।
ঠিক যেমনটি ছিলো
ব্যস্ত, দূষিত, অগোছালো, এলোমেলো
তবু কি অসহ্য সুন্দরতম,বড্ড প্রিয়।

আমি ফিরে পেতে চাই
কাক ডাকা সেই ভোর
ছেঁড়া মেঘের আকাশ
বিশুদ্ধ বাতাসে নিশ্বাস
শিশির শয্যায় কুয়াশার চাদর।

আমি ফিরে পেতে চাই
প্রাণের সেই স্পন্দন।
সৌজন্য, সম্ভাষণ, উষ্ণ আলিঙ্গন
হৈচৈ, উল্লাস, চিৎকার, কোলাহল  
রাস্তায়, স্টেশনে মানুষের ঢল।

আমি নির্দ্বিধায়,নিঃসঙ্কোচে
হেটে যেতে চাই জনারণ্যে।  
প্রিয়জন হারানোর বেদনায়
কাঁদতে চাই চিৎকার করে।
জীবনের সায়াহ্নে, শেষ লগ্নে
ছুঁয়ে থাকতে চাই
তাকিয়ে থাকতে চাই
প্রিয় সব মানুষের চোখে।

আমি ফিরে পেতে চাই সব
ফিরে পেতে চাই আমার পৃথিবী
তা যেমনই হোক!
তবুও তো আমারি।
==================================