=======================


সুনীল আকাশে,
যখন ঘনিয়ে আসে কালো অন্ধকার।
স্তব্ধ সময়ে,
যখন ভাসে হিংস্র শ্বাপদের হুংকার ।
যখন ভূলুণ্ঠিত পতাকায়
রক্ত ঝরে ফোঁটায় ফোঁটায়।
যখন বিবস্ত্র স্বাধীনতা
ধর্ষিতার আয়নায় মুখ লুকায় ।


তখন তুমি অটল হিমালয়
থাকো অবিচল ।
পরম মমতায় বিছিয়ে আঁচল
জ্বালো অনির্বাণ দীপশিখা ।
দেখাও নির্বিঘ্ন পথ
অদেখা দিগন্তে ভাসাও পালতোলা নৌকা ।


তুমি থাকলে
অবজ্ঞা করি ঝড়-ঝঞ্ঝা সুনামি মহামারী।
তুমি থাকলে
উপেক্ষা করি রক্তচক্ষু, কারাগার, মৃত্যুর হাতছানি ।
তুমি থাকলে
অজেয়, অবিনশ্বর ঠায় দাঁড়িয়ে থাকি ।
তুমি থাকলে
স্বাধীনতার লাল সূর্য সবুজ মাঠে আঁকি ।


তোমার হাতেই স্বপ্ন আমার
তোমার চোখেই দেখি।
তোমাতেই খুঁজে পাই
অযুত নিযুত আমি ।


তোমাতেই শেষ আমার
যত দুঃখ কষ্ট ক্লেশ ।
তুমি থাকলেই হাসবে
আমার বাংলাদেশ।


===============