দুপুর গড়িয়ে রাত অথবা স্বপ্ন বিভর দিন,
সব এই বিরাজমান একটা ক্ষুদ্র অনুভুতি ।
অপ্রকাশ্য অনুভুতি আমায় নিয়ে খেলা করে ,
অন্যরকম এক অস্থিরতা,
অন্য রকম আবেগ কাজ করে মনে।
রঙের খেলায় চারপাশ আলোকিত,
একটা দ্বিধা অসংকোচ কাজ করে মনের ভেতর।
বড্ড দ্বিধায় আমি,
এ অনুভুতির নাম কি?
এ চাওয়া-পাওয়ার হিসাব কষা  কঠিন!
এ সম্পর্কের সমীকরন  বড্ড জটিল !
           ভালবাসা-
         বস্তুর নাম!