আবীর রঙের কাল বৈশাখী ,দারুন জাদু কাঠি !
বদল আমি নিমেষে! কি অসাধারন অনুভুতি !
আজ নেই মনের মাঝে পত্রঝরার শোক,
আছে উল্লাস,নবপত্র আগমনের!
আছে বৃষ্টি ভেজা মাটির সোঁদা সুগন্ধ ।
বাঁধা আজ পথ চলার পরম মিত্র, বড্ড আপন!
ফুলের সৌরভ অনুরাগী আমি শ্রাবনবন্দনামুখর।
হতাশার আঁধার মাঝে পাই আশার জোনাকির আলো!
প্রিয়ার বিয়োগের নীল বেদনায় নয়,
আছি তাঁর স্মৃতি মাঝে নবসুখে জীবিত ।
ধন্যবাদ,অসংখ্যবার!
হে অদ্ভুত অদৃশ্য মিত্র-সারথি !
তোমার জন্য নতুন আমাকে পেয়েছি আমি,
হে জীবন ক্যানভাসের আবীর রঙের কাল বৈশাখী !