নির্ঘুম রাতে জোনাকির আলোয় হয়েছিল
যার সনে মোর প্রথম দর্শন,
অবাক হয়ে ভাবছি,
কি করে সে হল আমার এত কাছের,অনেক আপন!
তাঁর স্পর্শে পাই কাশফুলের স্নিগ্ধতা,
করি সর্বদা অন্য ভুবনে আত্মভোলা বিচরন।
হাসি মুখে শুরু হয় আমার প্রতিদিন,
অথচ,ভাবনায়ও হাসি পায়,
এককালে ছিলেম আমি কতই না শূন্য মরুভুমি !
যে সাত রঙ এতকাল, সে ছিল সদা রঙিন,
প্রজাপতির রামধনু রঙে চির তরুন আমি ফি - দিন !
আঁধার - ঝড়ে পাইনে এখন ভয়,
যদি তাঁর সংস্পর্শে আমি পথ চলি ।
ভয় নেই যদি হয় আমাদের বিচ্ছেদ ,
জানি হবে পুনর্মিলন,যদি হয় স্বয়ং বিধাতার ইচ্ছে ।
থাকনা এসব দুরভাবনা,যাচ্ছে দিন,
কাটছে জীবন সময়ের চাকায় এই বেশ !
মন  বলছে,থাক যত অপ্রিয় চিন্তা, ভাবনার ওপারে !