অনেক হয়েছে আলোক প্রদীপ প্রজ্জলন,
নীরব প্রতিবাদ প্রদর্শন!অনর্থ রক্তদান!
হয়েছে অনেক আলোর মিছিল,
শান্তিপূর্ণ নানামুখী, বিভিন্ন রকম বিচিত্র অবস্থান।
হারানো হয়েছে অনেক নির্ভয়ার সম্ভ্রম আপনার,
দুরশাসন নিয়েছে অনেক,
খুইয়েছি মোরা বহু নির্ভয়া - দ্রোপদীর অমুল্য প্রান।
বেড়েছে দ্বিগুণ সাহস নারী লোভীর,
আর বাড়তে দেয়া যায় না এ অপরাধের সুউচ্চ সীমানা ।
হয়েছি বহু নারীর  অসম্মানের সম দোষী,
সম অপরাধ ভাগীদার।
এসো একবার সাহসী হয়ে,
মুখোমুখি হই অসুর-দুরশাসন এবং আমরা পুনঃবার ।
এসো করি এবার ধৃষ্টতা,
নিশ্চিত করি কন্যা-জায়া-জননীর যথাযোগ্য সম্মান!
হবে জেনো নিশ্চিত হবে শান্ত নির্ভয়ার আত্মা !