কাঁচ ঘেরা পৃথিবীতে ---
যেথায় নেই স্থান কোন আবেগের,
নেই অস্তিত্ব ভালবাসা, মোহ -মায়ার।
আছে শুধু স্বার্থপর ভাবনার মেলা!
আছে আবেগের অভাবজনিত রোগে
অর্ধ -লাশ প্রানের ধরা !
আছে হৃদয় হীনতার প্রতিচ্ছায়াছবি!
আছে খরা মরুভুমির ক্যানভাস,
যা জন্ম জন্মান্তর ধরে আছে বিবর্ণ ।
আছে স্বার্থপরতার বিষে নীল জলস্রোত,
আছে স্বার্থ চিন্তায় ক্লান্ত অস্থির অবয়ব !
ভাঙ্গতে হবে, ধ্বংস করতে হবে এ মায়াজাল!
প্রতিষ্ঠা করতে হবে ভালবাসা- মোহ -মায়ার সংসার !
মানবতাকে তাই কর পুনরুজ্জীবিত ,
ভালবাসার জলপূর্ণ কর  আবেগহীন খরা স্রোতধারাকে!
অস্থির অবয়বকে ভরিয়ে দেও প্রেম অমৃতে !
বিবর্ণ ক্যানভাস ভরে দেও আবীরে!---
অশান্ত মনের এই আকুতি আমি শুনে যাচ্ছি ,
কাঁচ ঘেরা পৃথিবী নস্যাতে!
তোমার সিদ্ধান্ত,
তুমি থাকবে না যাবে?
এই কাঁচের পাষাণ পৃথিবী ছেড়ে!