শ্রাবণ বানে বিদীর্ণ হয়ে-
প্রজাপতি ছড়ায় রামধনুর রঙ সপ্ত।
কদম সুগন্ধে বিমুগ্ধ এই ভুবনে,
অরন্য জাগে সজীবতায় অন্য।
রমণীর আঁচল উড়ে দক্ষিনী বায়ুবানে,
কিশোরী মন হয় উচ্ছ্বল।
ঝরনা ঝরায় জলপরী হয়ে আপন উজ্জ্বলতা,
কৃষক ঘরে জাগে নবান্ন উৎসব।
ভেজাপাখি মুক্ত আকাশে ছড়ায় আনন্দ, মেলে শুভ্র ডানা,
যেন মুক্ত বিহঙ্গ সে কোন ।
প্রিয় লেখে নীল খামে আবীর পত্র,
মাঝি বাঁধে গীত নব-সপ্ত।
বিষণ্ণতার জাল ভেদে নব উৎসবে,
"এসো !", শ্রাবণ জানাচ্ছে নীল বর্ষা নিমন্ত্রণ !



[বরষার আয়োজন]