চার দিক জুড়ে শুধু বারুদের গন্ধ,
প্রিয়জনের আর্তনাদ ।  
শিশুর আতঙ্কিত মুখ আর
মৃত শরীরের রক্তবন্যায় চারপাশ সয়লাব ।
ধেয়ে আসছে ঐ যে যমদূত
আনন্দে করতে করতে হুঙ্কার ।
কন্যা- জায়া -জননী থেকে সমগ্র জনপদের কাঁধে ঝুলন্ত দেখ,তাঁর তলোয়ারের ধার!  
মানব সত্ত্বা আর ঘুমিয়ে থেকো না,
বাড়িয়ে দেও তোমার দুটি পা।
নিভিয়ে ফেল হিংসার অগ্নি,
স্তব্ধ করে দেও যমদুতের তীব্র তীক্ষ্ণ অসহ্য চিৎকার ।
মিনতি করি, আর থেকো না চুপ,
রেখ না মনে আর আফসোসের ভারি বোঝা !
মানব সত্ত্বা সমগ্র এবার শুনো
হৃদয়ের উদার আহবান,
সময় দিচ্ছে  ফের ডাক,
এসো সামনে!
হও মুখোমুখি,তুমি আর হিংস্রতার তলোয়ার ।