তুমি কি সকালের শিশির বৃষ্টি,
ছুঁয়ে মনে জাগাও শিহরন !
তুমি কি আগুনের পরশমণি,
আমায় নিয়ত কর পরিপূর্ণ !
তুমি কি কাঁচের সেই টুকরো খানি,
আমাকে যেথায় আবিস্কার করি অবয়বে নব নব !
তুমি কি সন্ধার সেই নিঃসঙ্গ তারা পুঞ্জ,
সাথী হয়ে কর একাকীত্বের বেদনার বিষ থেকে আমায় মুক্ত !
তুমি কি আপন সরল সবুজ হৃদ -আকাঙ্ক্ষা,
পরম পিপাসায় যার জন্য জীবিত আমি এখনো!
তুমি কি বাস্তব ধুসর চিত্র নাকি কল্পনার রঙ্গিন কাব্য,
যার জন্যে আমি আমার মাঝে অনুপস্থিত ক্ষণ সর্ব!
তুমি কেন তবে সকালের শিশির বৃষ্টি , আগুনের পরশমণি, কাঁচের টুকরো, নিঃসঙ্গ তারা পুঞ্জ অথবা আপন সরল হ্রদ আকাঙ্ক্ষা?
যদি হও আমার অলীক, অধরা স্বপন,
হে স্বপ্নকুমারী, উত্তর কি তুমি দিতে পারো ?