কাশবন ধরে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলা ,
শ্রাবণের সন্ধ্যা ভেজা কদমের গন্ধে বিভর হওয়া ।
কৃষ্ণচূড়া খোঁপায় গুজে নিরন্তর কারোর অপেক্ষায় বসে থাকা,
শিশির সকালে নীলখামে অগোছালো বাক্যে চিঠি লেখা।
রাতভর অকারণ বিষণ্ণতায় জেগে থাকা,
আবীর রঙে অনুক্ষণ অদৃশ্য ক্যানভাসে আপন মনে জলছবি এঁকে চলা ।
কবিতার খাতায় এলোমেলো লাইন লিখে যাওয়া,
বিসুরো সুরে ভাললাগা ধুন গেয়ে যাওয়া।
এ কি ভালবাসা?
হয়তো! ...
অথবা, হতে পারে কোন নতুন কবিতার সুচনা!