কবি তার মর্ম এখনো বুঝি নাই,
লিখতে বসে গেছি।
শুদ্ধ বানান জানি না
তবু লিখতে বসে গেছি।
লিখতে লিখতে ভুল গুলি শুধরে নিব,
আশায় আছি।


একদিন বুঝে যাব কবি তার মর্ম,
হয়ত সেদিন সার্থক হবে আমার কর্ম।
পাঠকেরা পড়ে পড়ে ভাবে নিশ্চয়
কি লিখে??
তার লেখাতে নাই কোন রস
তার লেখা অনেক বাজে।
ও হে ভাই,মরিতে আমি না চাই।
তাইতো লিখছি
প্রাণবন্ত থাকতে চাই কবি তার মাঝে।