তোমারি কথা ভাববনা মনে করে করে
তোমাকেই ভাবিতেছি সর্বক্ষণি।
কর্মহীন থাকি অনেক দিন,
নিদ্রাহীন কাটিয়াছি অজস্র রজনী।
আকাশের দিকে পলক ফেলাই না
দক্ষিণা মৃদু হাওয়া গায়ে লাগাই না,
যদি সৃতিতে আসে তোমাকেই নিয়ে
আমার বুনা সাজানো হাজারো স্বপ্ন।
ভীষণ কষ্ট ধরবে এই কাঙ্ক্ষিত মনে,
তাইতো অন্য কাজের ব্যস্ততায় মগ্ন।
তবুও কেন সকালে কিবা বিকালে,
দিবসে-নিশিতে কিবা সাঁঝে,
তোমার তুমি ঘোরাফেরা কর,
এই আমার হৃদয়ের মাঝে।