দূরেই থাকবে... শুধু দূর...
বুকে পাথর নিয়ে বসে আছি নিরালায়
আদুড় গায়ে আর কতো কাল
রাতের ঘাম কাম
নিরামিষ নাক্ষত্র চোখ
ঘাসের বাসে বাসি হবে বারোমাস
ভাবতে পারিনি
সেই তুমি
বোতাম খোলা বুকে এজিয়ানের ফেনা মাখবে
ও দুটি কুঁড়িতে পূর্ণিমায় তুলে আনা নীল প্রবাল
কালো ওয়াইনের মতো অশ্রু হয়ে দুলবে...
ট্রোজানের মতো দাঁড়িয়ে আছি
পায়ের খুরে সারিসারি ঊর্মির উচ্ছ্বাস
তারা খসার আলো আর
ঝিনুক ভাঙার ডাঙা
পারি না মীরা...
আর পারি না...
শুকনো এই বুকে মীরা দারুণ ফাগুন দে।
একটু আগুন পেলেই আমি বাঁচি সানন্দে।।