ধোঁয়াশা আকাশ
মেঘেদের মুখ ভার
বসন্ত যে যায় চলে
ফিরে আসবে কি সে আবার ?  

মন খারাপের বিকেল  
কেটে যায় সারা বেলা
পলাশ শিমূলের ভালবাসার মাঝে
কখন হবে সূর্যের অস্তমিত-খেলা ?  

শেষ রক্তিম আভা গায়ে মেখে
কুহু কুহু রবে ঘরে ফেরে
শেষ বসন্তের ক্লান্ত কোকিল
উদাসী চাঁদ হেসে ওঠে সন্ধ্যা-ছায়ার ঘেরে ।

অপেক্ষায় থাকবে সাতরঙা আবির
চাদরে ভেজানো দোল পূর্ণিমা
আবার হয়তঃ আসবে বসন্ত
রঙিন হয়ে, নিয়ে পূর্ণ চন্দ্রিমা ।।