চিরন্তনী সুরে চিরন্তন
সময়ের স্মরণিকা বেয়ে –
ক্রোশ পথ পেরিয়ে আজও চিরন্তন,

আকাশ বাতাস সাগরের উত্তলতা
ছোট্ট নদীর স্নিগ্ধতা  
তাদের অন্তরের মহিমা বিজরিতা,  
অগ্নিবীণা ঝঙ্কারের অপরূপ সুরে  
দশদিকের ধ্বনির কাঁপন
চিরসত্য হয়ে মূর্ছনা যায় দূরে,  
মানব প্রকৃতির ঐকতানে বাঁধা জীবন
চিরস্মর্তব্যে চিরবৈশিষ্ট্যের প্রতীক
ছিল, আছে, থাকবে আমরণ,

চিরন্তনী সুরে চিরন্তন
সময়ের স্মরণিকা বেয়ে –
ক্রোশ পথ পেরিয়ে আজও চিরন্তন ।।

********