কেটেছে সকাল বিকাল সন্ধ্যা
আশা নদীর দোদুল্যতায়-
ভেসেছে তরীর কুলছাপানো বেদনা,  
বাসনা কামনার জন্ম মৃত্যু সব একাকার হয়ে
গভীর কালো মেঘে
এসেছে গভীর নিস্তব্ধতার রাত,  
ধোঁয়াশায় ছেয়ে গেছে আকাশের আঙিনা
উঠেছে ঝড় নেমেছে বৃষ্টিরাশি
দৃশ্যপটে শুধুই ক্ষয়িষ্ণু চিত্রের সমাগম,
হঠাতই ঢলে যাওয়া একফালি চাঁদের আলো
ধোঁয়াশার মেদুরতায় ঝিলিক দিয়ে
মিলিয়ে দেয় আশা নদীর বন্ধুর পথ,
শেষ প্রহরে ধীরে ধীরে
ভালবাসার সরু রেখা এঁকে
সঞ্চারিত করে নতুন স্বপ্নের ফানুস ।।